OK Cash Back Merchant List


  • OK Wallet দিয়ে সবচেয়ে বেশি টাকার কেনাকাটা আর বিল পেমেন্ট করলেই আপনি পেয়ে যাবেন দুইটি ঢাকা-বালি-ঢাকা এয়ার টিকেট
  • OK Wallet দিয়ে সবচেয়ে বেশিবার কেনাকাটা আর বিল পেমেন্ট করলেই আপনি পেয়ে যাবেন দুইটি ঢাকা-কলকাতা-ঢাকা এয়ার টিকেট
  • প্রতি সপ্তাহেই একজন Lucky Winner পেয়ে যাবেন ৩০০০ টাকা সমমূল্যের Gift Voucher
  • OK Wallet দিয়ে ইউটিলিটি বিল দিয়ে পেয়ে যাবেন ইউটিলিটি বিল ফি-এর উপর ৫০% ক্যাশ ব্যাক
  • আর OK Wallet দিয়ে কেনাকাটা করে ৩০% ক্যাশ ব্যাকতো থাকছেই |

অফার শুরুঃ
  • উপহার পেতে কেনাকাটা বা বিল পেমেন্ট করুন মার্চ ১১, ২০১৯ থেকে জুন ১০, ২০১৯
  • কেনাকাটা বা বিল পেমেন্টে ক্যাশ ব্যাক পাবেন মার্চ ১১, ২০১৯ থেকে পরবর্তী নির্দেশনার না দেয়া পর্যন্ত


অংশগ্রহণকারী মার্চেন্ট আর ইউটিলিটি প্রোভাইডারঃ
  • সকল OK ই-কমার্স মার্চেন্টসহ ক্যাশ ব্যাকের জন্য নির্দিষ্টভাবে তালিকাভুক্ত OK মার্চেন্ট এই ক্যাম্পেইনের আওতাধীন। তালিকাটি জানতে উপরে OK Cash Back Merchant List এ ক্লিক করুন।
  • Easy.com, BANGLALINK_APPসহ যে কোন মাধ্যমে ‬মোবাইল রিচার্জ ক্যাম্পেইনের আওতার বাইরে থাকবে।
  • যেসব পোস্ট পেইড ইউটিলিটি বিল দিতে পারবেন তা হল ঢাকা ওয়াসা (Dhaka WASA), ডিপিডিসি (DPDC), এনডাব্লিউজেডপিডিসিএল (NWZPDCL) । এছাড়া এন আইডি কারেকশন ফি (NID Correction Fee) দিতে পারবেন।


অফারের শর্তাবলীঃ
  • একটি নির্দিষ্ট দিনে OK Wallet দিয়ে একাধিকবার কেনাকাটা করলে কেবল প্রথম কেনাকাটায় আপনি ৩০% ক্যাশ ব্যাক পাবেন যার লিমিট নিচের তালিকায় দেয়া হলঃ

    ই-কমার্স সাইট, খাবার দোকান ও রেস্টুরেন্ট, চেইন ইলেকট্রনিক্স স্টোর (Category A) ৩০% ক্যাশ ব্যাক, সর্বোচ্চ ১৫০ টাকা
    চেইন স্টোর, সুপার স্টোর, জনপ্রিয় দোকান(Category B) ৩০% ক্যাশ ব্যাক, সর্বোচ্চ ৭০ টাকা
    অন্যান্য দোকান((Category C) ৩০% ক্যাশ ব্যাক, সর্বোচ্চ ৫০ টাকা
    পুরো ক্যাম্পেইন জুড়ে একজন গ্রাহক মার্চেন্ট পেমেন্ট করে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পাবেন।

  • একটি নির্দিষ্ট দিনে OK Wallet দিয়ে একাধিকবার ইউটিলিটি বিল পরিশোধ করলে কেবল প্রথম ইউটিলিটি বিল ফি-এর উপর আপনি ৫০% ক্যাশ ব্যাক পাবেন। যার লিমিট সর্বোচ্চ ১০০ টাকা। আর পুরো ক্যাম্পেইন জুড়ে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ইউটিলিটি বিল ফি ক্যাশ ব্যাক হিসাবে পাবেন।
  • USSD অথবা APP যে কোন মাধ্যমে পেমেন্ট করলেই এই অফার প্রযোজ্য হবে।


অফারের বিস্তারিত:
  • অফারটি উপভোগ করতে আপনার OK Wallet একাউন্ট থেকে কেবল তালিকাভুক্ত OK মার্চেন্ট একাউন্টে পেমেন্ট করুন । তালিকাটি জানতে উপরে OK Cash Back Merchant List এ ক্লিক করুন।
  • একই সাথে অফারটি উপভোগ করতে আপনার OK Wallet একাউন্ট থেকে নির্ধারিত ইউটিলিটি বিল (Dhaka WASA_Post Paid, DPDC_Post Paid, NWZPDCL_Post Paid,NID Correction Fee) পরিশোধ করুন।
  • অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ (Active), KYC যথাযথভাবে ভেরিফাইড (Verified) OK Wallet এ পর্যাপ্ত ব্যালেন্স থাকলেই আপনি অ্যাকাউন্ট থেকে পেমেন্টের মাধ্যমে এই অফার পাবেন।
  • ৫০ টাকার কম কোন লেনদেন এই ক্যাম্পেইনের জন্য গ্রহণযোগ্য নয়
  • একটি নির্দিষ্ট দিনে ২,০০,০০০ টাকার উর্দ্ধে লেনদেন এই ক্যাম্পেইনের জন্য গ্রহণযোগ্য নয়
  • মোবাইল রিচার্জ, ক্যাশ- ইন ও আউট, এডমানি, সেন্ডমানি এই ক্যাম্পেইনের আওতার বাইরে থাকবে।
  • ক্যাশব্যাক হিসেবে প্রাপ্য অর্থ কেনাকাটার ৩ (তিন) কার্য দিবসের মধ্যেই আপানার OK Wallet Account এ পৌঁছে যাবে।
  • প্রতিযোগিতার মেয়াদ শেষ হলে এয়ার টিকেট বিজয়ীদের নাম Facebook এ প্রকাশিত হবে। এবং বিজয়ীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। একইভাবে Gift Voucher বিজয়ীদের নামও Facebook এ প্রকাশিত হবে। এবং Gift Voucher বিজয়ীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
  • কোন প্রতিযোগী একাধিক ক্যাটাগরিতে মনোনয়ন পাবেন না। এক্ষেত্রে তিনি শুধুমাত্র মুল্যমানের দিক থেকে অধিকমুল্যের গিফটির জন্য বিবেচিত হবেন
  • আপনার একাউন্টের বিশেষ কোন কারণে ক্যাশ ব্যাক প্রদান করা সম্ভব না হলে, ক্যাম্পেইন শেষ হওয়ার পরবর্তী ১ মাসের মধ্যে নির্দিষ্ট বিরতিতে ৩ বার OK Wallet আপনার একাউন্টে ক্যাশ ব্যাক প্রদান করার চেষ্টা করবে। সকল চেষ্টা ব্যর্থ হলে এই ক্যাম্পেইনের জন্য আপনার ক্যাশ ব্যাকটি বাতিল বলে গণ্য হবে।
  • ক্রেতার/ গ্রাহকের কোন নির্দিষ্ট লেনদেন এবং/অথবা সামগ্রিক লেনদেন কার্যক্রম যদি OK Wallet কর্তৃপক্ষের নিকট যুক্তিসংগত কারণে সন্দেহজনক বলে প্রতীয়মান হয়, কিংবা OK Wallet কর্তৃপক্ষের নিকট ক্যাম্পেইনের সুবিধার অপব্যবহার হয়েছে এমন সংশয়ের সৃষ্টি হয়, সে ক্ষেত্রে ক্রেতার/ গ্রাহকের ক্যাশ ব্যাক বাতিলের অধিকার OK Wallet কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
  • OK Wallet কোন পূর্ব নোটিশ ছাড়াই ক্যাম্পেইনের নিয়ম, মেয়াদ ও শর্তাদি পরিবর্তন / সংশোধন বা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।


আরও জানতে দিন রাত যেকোন সময়ে কল করুন 16269 নাম্বার এ।